নিজস্ব প্রতিনিধি : আচমকা প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা শপিং মল। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লরিডার একটি শপিং মলে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরণ হয় মলের একটি অংশে। পুড়ে যায় সেই মল লাগোয়া বেশ কয়েকটি দোকান। জখম হয় ২৩ জন। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। চলছে উদ্ধারকাজ।
ফ্লরিডার একটি স্থানীয় টিভি চ্যানেল প্রথম বিস্ফোরণের খবর জানায়। বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের দোকানের জানলার কাঁচ খুলে বেরিয়ে যায়। জানা গিয়েছে, এই বিস্ফোরণে আগুন ধরে যায় শপিং মলের ভিতরে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি জিম। তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে শপিং মলের ছাতের একটি অংশ। বিস্ফোরণে শপিং মলের আশপাশের দোকানের জানলার কাচ ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং মলের পার্কিং এলাকার অনেকটা অংশ।

তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। ভিতরে আটকে থাকা লোকজনকে বাইরে বার করে আনা হয়। ডেপুটি ফায়ার চিফ জোয়েল গর্ডন জানিয়েছেন, আপাতত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আহতদের সংখ্যাও বাড়ার সম্ভাবনা রযেছে। উদ্ধারকাজ চলছে।
#BREAKINGNEWS: Huge explosion reported in Plantation, Florida. Rescue crews are on the scene. The images are insane: pic.twitter.com/7efQ9GY2Pb
— kendis (@kendisgibson) July 6, 2019
সূত্রের খবর, মলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস লিক করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী ভাবে এই গ্যাস লিক করল, তা খতিয়ে দেখা হচ্ছে।