নিজস্ব প্রতিনিধি : স্টেজে পারফর্ম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দেশের জনপ্রিয় হাস্যকৌতুক শিল্পী মঞ্জুনাথ নাইডু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬।
দুবাইয়ে একটি স্টেজে পারফর্ম করার সময় আচমকাই মারা যান তিনি। পরে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক হয়েছিল মঞ্জুনাথের। আর তাই জন্যই ক্ষণিকের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। ঘুণাক্ষরেও টের পাননি কেউই। দুঘণ্টার কমেডি শো-তে তিনিই ছিলেন শেষ শিল্পী। স্ট্যান্ডআপ অ্যাক্ট করার সময় তাঁর উৎকণ্ঠা-অস্বস্তির সমস্যা হচ্ছিল বলে জানান তিনি। সামনের একটি বেঞ্চে বসেও পড়েন। সেখানেই নিমেষের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।
দর্শক প্রথমে সেটিকে অ্যাক্টেরই অংশ ভেবে হাসতে শুরু করেছিলেন। পরে সবাই বুঝতে পারেন তিনি আর নেই। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ।
তাঁর পরিবার ও বন্ধুরা গভীর ভাবে শোকাহত। দুবাইতেই তাঁর শেষকৃত্য করা হবে।