নিজস্ব প্রতিনিধি : শিশুদের যৌন নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র সরকার। বুধবার পকসো আইন ২০১২-র সংশোধনীতে ছাপত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিলটি পাশ হলে এবার শিশু ধর্ষকের হতে পারে ফাঁসির সাজা। কড়া শাস্তির মুখে পড়তে হবে শিশু পর্নগ্রাফিতে যুক্ত প্রমাণিত হলেও।
শিশু যৌন নির্যাতনের ঘটনা প্রতিদিনই বাড়ছে। ফলে এই অপরাধে শস্তি আরও কঠোর করার দাবি উঠছিল দীর্ঘদিন ধরে। অবশেষে চলতি বছরের শুরুতেই ‘প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৯ বা পকসো সংশোধনী বিল, লোকসভায় পেশ করে প্রথম মোদি সরকার। তবে বিরোধীদের আপত্তিতে সেবার পাশ করানো যায়নি বিলটি। তাই বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর ফের বিলটি পাশ করাতে উদ্যোগী হয়েছে সরকার। এদিন দীর্ঘ আলোচনার পর কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিকে মঞ্জুরি দেয়। চলতি লোকসভা অধিবেশনেই বিলটি পেশ করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানা গিয়েছে। যদিও ফের আপত্তি তুলবে বিরোধীরা বলেই মনে করছেন রাজনীতিবিদরা। বর্তমানের পকসো আইনে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। এবার এই আইন সংশোধন করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে চাইছে কেন্দ্র।
প্রসঙ্গত, সোমবার ডিএনএ টেকনোলজি, ইউএপিএ সংশোধনী-সহ কিছুটা নজিরবিহীনভাবে লোকসভায় প্রায় ৮টি বিল পেশ করে সরকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্বের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই যোজনায় গোটা দেশে ১,২৫,০০০ কিলোমিটার রাস্তা তৈরি হবে। যাতে খরচ হবে ৮০,২৫০ কোটি টাকা। এছাড়া আপাতত তিন তালাক-সহ একাধিক বিতর্কিত বিল পাশ করাতে উদ্যোগী হয়ছে সরকার।