বালুচিস্তানে জঙ্গি হামলা, দুষ্কৃতীদের গুলিতে নিহত ১৪ পাক সেনা

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের বালুচিস্তানে একটি বাস থেকে ১৪ জন যাত্রীকে নামিয়ে তাঁদের মর্মান্তিক ভাবে গুলি করে হত্যা করা হল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ মকরন কোস্টাল হাইওয়ের কাছে ওই বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। যে দলটি হামলা চালিয়েছে,  তারা পাক সেনার পোশাক পরে ছিল। ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী। ইমেলে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালোচ গোষ্ঠীদের সশস্ত্র বাহিনীর জোট।

সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বাসে তল্লাশি চালানোর নাম করে যাত্রীদের পরিচয়পত্র দেখতে চায় দুষ্কৃতীরা। এর পর ১৬ জনকে জোর করে বাস থেকে নামানো হয়। ওই যাত্রীদের হাত-পা বেঁধে গুলি করে হত্যা করা হয়। ‘পরিকল্পনামাফিক’ খুন বলে দাবি বালুচিস্তান পুলিসের।

Pakistan Army

সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, বাকি ২ জন কোনও রকমে প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে পুলিস চেকপোস্টে আশ্রয় নেন তাঁরা। সেখান থেকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালোচ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংগঠন ‘বালোচ রাজি আজোই সঙ্গার’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘বেছে বেছে পাক সেনা এবং পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের আমরা হত্যা করেছি। পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরেই হত্যা করা হয়েছে।’’

পাক স্বরাষ্ট্রসচিব হায়দর আলি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় ১৫ থেকে ২০ জনের দুষ্কৃতীর দল। ওরা প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কোরের-এর পোশাক পরেছিল। মৃতেরা সবাই পাক নাগরিক। এখনও পর্যন্ত জানতে পেরেছি, মৃতদের মধ্যে এক জন পাক সেনা এবং এক জন পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্য।’’

বালুচিস্তানের পুলিস ইনস্পেক্টর মহসিন হাসান বাট জানান, করাচি থেকে গ্বদর যাওয়ার বেশ কয়েকটি বাসে হানা দেয় ১৫ থেকে ২০ জনের দুষ্কৃতীর দল। তাদের সবার মুখ ঢাকা ছিল বলে জানান হাসান।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন