নিজস্ব প্রতিনিধি— একের পর এক চাপে কোণঠাসা পাকিস্তান। সেই চাপ থেকে বেরিয়ে আসার আগে আরও একটা ধাকা খেল পাকিস্তান। পাক নাগরিকদের ভিসার মেয়াদ একধাক্কায় অনেকখানি কমিয়ে দিল আমেরিকা। আগে এই ভিসার মেয়াদ ৬০ মাস থাকলেও এখন সেই মেয়াদ একধাক্কায় কমিয়ে ৩ মাস করে দেওয়া হয়েছে।
Visa duration for Pakistani citizens has been reduced to three months from five years, reports ARY News quoting US Embassy spokesperson. pic.twitter.com/5Pq2ylghhf
— ANI (@ANI) March 6, 2019
একই সঙ্গে ভিসার আবেদনের ফি ও অনেকটাই বাড়ানো হয়েছে বলে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে। পাল্টা পাকিস্তানের পক্ষ থেকেও মার্কিন নাগরিকদের জন্য ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাক নাগরিকদের ভিসার জন্য আগে যেখানে ১৬০ ডলার দিতে হতো এখন সেটা বেড়ে হয়েছে ১৯২ ডলার।
Tags:
আন্তর্জাতিক