এসটিএফের জালে ৫০০ কোটি টাকার মাদক

নিজস্ব প্রতিনিধি— ফের বড়সড় সাফল্য পেল এসটিএফ। পাকিস্তান থেকে মাদক পাচারের ছক ব্যর্থ করল উপকুল রক্ষাবাহনী এবং এসটিএফ। উদ্ধার করল প্রায় ১০০ কেজি হেরোইন। যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। জানা গিয়েছে, গুজরাতে পোরবন্দর দিয়ে পাকিস্তানের দিক থেকে একটি বোট আসছিল। মাঝসমুদ্রে আটক ড্রাগ ভর্তি নৌকা আটক করে এটিএস উপকূলরক্ষাবাহিনী৷ এরপর প্রমাণ লোপাটের জন্যই বিস্ফোরণ ঘটানো হয়৷ কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি৷ প্রায় ৫০০ কোটির মাদক উদ্ধার করা হয়, সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৯ আন্তর্জাতিক পাচারকারীকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন