আন্তর্জাতিক স্তরের বিনোদন জগতে নাম লেখালো আমার সকাল।

২০২১ SEQUIFF ফিল্ম ফেস্টিভ্যাল ২১ ও ২২ আগস্ট সানফ্রান্সিসকো তে আয়োজিত হতে চলেছে।
মোট ১৭ টি বিভিন্ন বিভাগের সিনেমা দেখানো হবে এই ফিল্মোৎসবে। তার মধ্যে শর্ট মুভি, ফিচার মুভি ও ডকুমেন্টারি ফিচার অংশগ্রহণ করছে।
এই ফেস্টিভ্যালের বিচারক যাঁরা তাঁরা এমি অ্যাওয়ার্ড সহ বিশ্বব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিচারক হিসেবে এর আগে অংশগ্রহণ করেছেন।
খুবই আনন্দের সংবাদ এই ১৭ টি সিনেমার মধ্যে "দুগ্গা দুগ্গা" নামের ডকুমেন্টারি ফিচার টি আমার সকালের প্রযোজনা।
media website : www.aamarsakal.com (আমার সকাল)।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন