করোনা ঝড়ে বিধ্বস্ত মার্কিন মুলুক। লকডাউনেও রোখা যাচ্ছে না মৃত্যু। সংক্রমণ যেন মহামারী। দু’দিন আগেও যে সংখ্যাটা তিন হাজারে থেমেছিল, গত ২৪ ঘণ্টায় তাই ছুঁল পাঁচ হাজার। সংক্রমণে নতুন মৃত্যুর সংখ্যা ৮৮৪।
জন হপকিনস ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বৃহস্পতিবারের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫,১১৬। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৫ ৪১৭ জনে। বিশ্বে এখনও অবধি করোনা সংক্রমণের নিরিখে ইতালি, স্পেনকে ছাপিয়ে গেছে আমেরিকা। ফি দিন বাড়ছে মৃত্যু।
আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা যখন হানা দিয়েছে মার্কিন মুলুকে, তখনই সতর্কতা মানা হয়নি। নিরুদ্বেগে ছিল হোয়াইট হাউসও। সামাজিক মেলামেশাতেও লাগাম পরানো হয়নি। তারই জেরে সংক্রমণ মহামারী হয়ে দেখা দিয়েছে মার্কিন মুলুকে। গত রবিবারই মার্কিন গবেষক অ্যান্থনি ফৌসি বলেছিলেন, মার্কিন নাগরিকরা সচেতন না হলে মৃতের সংখ্যা ২ লক্ষ ছাড়াতে পারে।
এর মাঝেই মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আগামী দু’সপ্তাহ খুবই যন্ত্রণাদায়ক হতে চলেছে। এখন জীবন-মরণের প্রশ্ন। ’’ করোনা সংক্রমণের মোকাবিলা করার জন্য টাস্ক ফোর্সও তৈরি করেছেন ট্রাম্প।
নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। আক্রান্তের সংখ্যার হিসেবে একা নিউ ইয়র্ক পেরিয়ে গিয়েছে গোটা চিনকে। নিউ ইয়র্কে এখন আক্রান্ত ৮৩,৭১২। মৃত্যু ছাড়িয়েছে হাজার দুয়েক। ক্রমেই ভাইরাস সংক্রমণের ভরকেন্দ্র হয়ে উঠছে নিউ ইয়র্ক সিটি। জরুরি বিভাগ, আইসিইউ সব জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে হুহু করে। স্যানিটাইজ করার লোকও মিলছে না।
I got the new the king casino no deposit bonus【Malaysia】
উত্তরমুছুন【 novcasino William】pinterest in https://septcasino.com/review/merit-casino/ 2021, the king casino communitykhabar no งานออนไลน์ deposit febcasino.com bonus,【WG98.vip】⚡,taylorlancer,taylorlancer,golfking.