আমার সকাল : বিমান থেকে জ্বালানি পড়ায় আহত স্কুলের ১৭টি শিশু

নিজস্ব প্রতিনিধি : আকাশ থেকে একটি বিমান ফেলা জ্বালানি ফলে আহত হলে ১৭ টি শিশু সহ ৯ জন স্কুকর্মী। ঘটনাটি ঘটেছে, লস এঞ্জেলেস কুডাহির পার্ক অ্যাভিনিউ এলিমেন্টারি স্কুলে।

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট একটি বিবৃতিতে বলেছে, ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি ৮৯ লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট থেকে টেক অফের পরেই ইঞ্জিনে কিছু সমস্যা টের পায়। এমার্জেন্সি ল্যান্ডিং-এর জন্য তখনই ফের বিমানবন্দরে ফিরে আসে প্লেনটি। জ্বালানি ফেলে হালকা হওয়ার জন্য পথে বেশ কিছুটা অতিরিক্ত জ্বালানি নিক্ষেপ করে সেটি। যে এলাকায় জ্বালানি ফেলা হয় সেখানেই রয়েছে পার্ক এভিনিউ এলিমেন্টারি স্কুল। পরে এ সংক্রান্ত তথ্য তাদের হাতে এলে সে কথা তারা জানিয়ে দেবে বলে জানিয়েছেন ডেল্টা এয়ারলায়েন্স।

অন্যদিকে জানা গিয়েছে, জেটের বিমান থেকে স্কুলের খেলার মাঠে জ্বালানি পড়েছিল। খবর পাওয়ার সঙ্গেই ৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে যান আহতদের চিকিৎসা ও শুশ্রূষা করতে । লস এঞ্জেলেসের শেরিফের মুখপাত্র জানিয়েছেন যে, এই ঘটনার পরেই অন্য পড়ুয়াদের স্কুলের নিকটবর্তী নির্দিষ্ট জায়গা থেকে সন্তানদের নিযে যান।

প্লেনটি নিরাপদে ল্যান্ড করলেও স্কুলের এতজন আহত হওয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হযেছে। এমার্জেন্স ল্যান্ডিং-এর জন্য অতিরিক্ত জ্বালানি ফেলার প্রয়োজন হলে তা ফাঁকা জায়গার করার নিয়ম। কেন নীচে একটি স্কুল রয়েছে দেখেও সেখানে জ্বালানি ফেলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

লস এঞ্জেলেস টাইমসকে কুডাহির মেয়র এলিজাবেথ আলকান্টার ব;এছেন, ”আমি খুবই হতাশ কারণ এটি প্রারম্ভিক স্কুল এবং পড়ুয়ারা সকলেই শিশু।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন