নিজস্ব সংবাদদাতা: নাগরিকত্ব সংশোধনী আইন চালুর পর থেকেই তোলপাড় গোটা দেশ। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আইনের সমালোচনা করে বলেছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের সংবিধান মানছে না। তাই দেশজুড়ে আগুন জ্বলছে। এবার মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে বিদেশের মাটি থেকে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মুখ খুলে দিলেন মাইক্রোসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার সত্য নাদেলা। এর আগে আন্তর্জাতিক স্তরে অনেকে ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার নাদেলাও তাঁদের তালিকাতেই নিজের নাম তুললেন। তিনি বলেছেন, ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা দুঃখজনক।
তাঁর কথায়, আমার মনে হয়, ভারতে এখন যা ঘটছে তা দুঃখজনক। ব্যাপারটা সত্যিই খারাপ। তারপরেই তিনি বলেন, একজন বাংলাদেশি অভিবাসী ভারতে এসে নিজের পরিচয় তৈরি করবেন, ভারতের একজন বড় ব্যক্তিত্ব যেমন ধরা যাক ইনফোসিসের পরবর্তী সিইও হবেন, এটাই দেখতে চাই।আসলে সত্য নাদেলা নিজে মূলত হায়দরাবাদের তেলুগু পরিবারের ছেলে। পরবর্তী সময়ে তাঁর মার্কিন নাগরিত্ব এবং সেই সূত্রে কর্মজীবনের এত বড় উত্তরণ, নিজের সেই ব্যক্তিগত অভিজ্ঞতা তুলনা করেই CAA নিয়ে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, আমি ভারতীয় সংস্কৃতি, বহুত্ববাদকে সঙ্গে নিয়ে বেড়ে উঠেছি। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের অভিজ্ঞতাও সঞ্চয় করেছি।
আমার সকাল: ঐক্য না থাকলে প্রতিবাদে কোন কাজ হবে না! সিএএ নিয়ে মুখ খুলেন অর্মত্য সেন
ভারত নিয়ে আমার এটাই আশা যে একজন অভিবাসী যেন আমারই মতো ভারতে এসে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন। শুধু তাইই নয়, বহুজাতিক সংস্থার বড় পদে প্রতিষ্ঠিত হোন, যাতে ভারতের অর্থনীতি এবং সমাজে তাঁর আলাদা অবদান থাকে।সত্য নাদেলের কথাকে সর্মথন জানিয়েছেন দেশের বিশিষ্ট মানুষেরা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ওই বিবৃতিকে সমর্থন জানিয়ে বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের কর্তাদেরও সাহস করে ওইরকম বিবৃতি দেওয়া উচিত। তাঁর কথায়, সত্য নাদেলা তাঁর মত প্রকাশ করেছেন। আমাদের দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে যাঁরা বড় মাথা তাঁদেরই এই কথাগুলো আগে বলা উচিত ছিল।