আমার সকাল: বিদেশের মাটিতেও রয়েছে চিদাম্বরমের শিকড়, তথ্য জানতে চেয়ে ৫টি দেশে চিঠি পাঠাচ্ছে সিবিআই

নিজস্ব প্রতিনিধি: অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসার পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। বলা ভালো নাটকীয়ভাবে তাঁর বাড়ির পাঁচিল টপকে সিবিআই গ্রেফতার করে তাঁকে। আগামী সোমবার পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আরো পড়ুন:   চিদম্বরমকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা যাবে না, আরো ২দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে তদন্তকারীরা জানতে চাইছেন, আইএনএক্স মিডিয়া গোষ্ঠীর মতো আরও কোনও সংস্থাকে বিদেশি লগ্নির ছাড়পত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে চিদম্বরম ও কার্তি ঘুষ নিয়েছিলেন কি না। সিবিআইয়ের সন্দেহ, অন্তত চারটি ক্ষেত্রে তাঁরা ঘুষ নিয়েছেন। বিদেশের ভুয়ো সংস্থায় ঘুষের টাকা জমা পড়েছিল। আজ এই সব বিষয়ে সিবিআই সদর দফতরের এগারো তলায় আর্থিক অপরাধ দমন শাখায় চিদম্বরমকে জেরা করেছেন অফিসারেরা। তার মধ্যেই আধ ঘণ্টা পরিবারের সঙ্গে দেখা করেন চিদম্বরম।

বাড়ির খাবারও খান।তবে জানা গিয়েছে, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি বিদেশে কোথায় ভুয়ো সংস্থা খুলেছেন, তা খুঁজতে পাঁচটি দেশের কাছে তথ্য চাইল সিবিআই। ব্রিটেন, সুইৎজারল্যান্ড, বারমুডা, মরিশাস ও সিঙ্গাপুরে সাহায্য চেয়ে ‘লেটার্স রোগেটরি’ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। পিতা-পুত্রের ওই সব দেশে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে, তারও তথ্য চাওয়া হয়েছে।

প্রাক্তন আইএনএক্স কর্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের দাবি, তাঁদের ব্যবসায়িক বেনিয়ম মিটিয়ে দেওয়ার বিনিময়ে চিদম্বরম কার্তিকে ঘুষ দিতে বলেছিলেন। সিবিআই সূত্রের খবর, সোমবারের মধ্যে সময় পেলে চিদম্বরমকে মুম্বই নিয়ে গিয়ে ইন্দ্রাণীর মুখোমুখি বসানো হবে। কার্তি ও ভুয়ো সংস্থার মাধ্যমে চিদম্বরমের সঙ্গে ঘুষের টাকার সরাসরি যোগসূত্র তুলে ধরাই সিবিআইয়ের প্রধান লক্ষ্য।

তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার্যত মেনে নিয়েছেন,  প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে সাহায্য করছেন।শুক্রবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, হাওলার মাধ্যমে আইএনএক্স মিডিয়ার টাকা আনা হয়েছিল। বিভিন্ন ডিজিটাল ডকুমেন্ট, ই-মেইল থেকে সেই প্রমান মিলেছে। বিদেশে চিদম্বরমের কমপক্ষে ১০টি সম্পত্তি ও ১৭টি ব্যাঙ্ক অ্যাকউন্ট রয়েছে। সেই সব তথ্যের খোঁজেই এবার বিদেশেও হানা দিতে চলেছেন গোয়েন্দা কর্তারা।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন