নিজস্ব প্রতিনিধি : উঠতে পারেননি মেট্রোতে, কিন্তু হাত আটকে গিয়েছিল দরজায়, আর সেই অবস্থাতেই ছুটল মেট্রো৷ হাত ভিতরে আটকে থাকায় গোটা শরীর ঝুলল বাইরে। আর তার ফলেই পার্ক স্ট্রিট থেকে ময়দান গামী মেট্রো স্টেশনের মধ্যে মৃত্যু হয়েছে এক যাত্রীর। পার্ক স্ট্রীট ডাউন লাইনে বন্ধ মেট্রো চলাচল৷
জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে ডাউন লাইনে ময়দান মেট্রো স্টেশনে৷ এক মধ্যবয়সী ব্যক্তি মেট্রোতে উঠতে গিয়ে শেষ পর্যন্ত উঠতে পারেননি৷ তাঁর হাত আটকে থাকা অবস্থায় মেট্রো চলতে শুরু করে। ব্যক্তির শরীর বাইরে থাকায় তাঁর শরীর ঝুলতে থাকে। স্টেশনে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করেন। স্টেশন ছাড়িয়ে টানেলে ঢোকার কিছুক্ষণ পরেই থেমে যায় ট্রেন। ঘটনার পর ওই যাত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিতিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই সমগ্র ঘটনায় আতঙ্ক ছড়ায় মেট্রো যাত্রীদের মধ্যে৷ টানেলে মেট্রো থামিয়ে তাদের চালকের কেবিন দিয়ে বের করে আনা হয়৷ কিন্তু এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে মেট্রোয় যাতায়াত কতটা নিরাপদ সেই বিষয় নিয়ে৷ উঠছে পরিকাঠামো নিয়ে প্রশ্নও৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে৷ এর পিছনে কার গাফিলতি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও ট্রেনটি ওই যাত্রীকে নিয়ে ছুটে যায়। এমনকি ট্রেনের ভিতরে কাজ করেনি আপত্কালীন ব্যবস্থা কাজ করেনি।