পেনিসের দৈর্ঘ্য বাড়ানোর বাসনায় অকালেমৃত্যু ঘটল হিরে ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি : অপারেশন টেবিলে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালমৃত্যু ঘটল এক শিল্পপতির। পেনিসের দৈর্ঘ্য বাড়ানোর বাসনায় অস্ত্রোপচারে রাজি হয়েছিলেন কোটিপতি হিরে ব্যবসায়ী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পেনিসে ইঞ্জেকশন দেওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হন লানিয়াদো। এর পরেই তাঁর বুকে প্রবল চাপ ও শ্বাসকষ্ট শুরু হয়। 
Image result for Death came to an end in diamond businessmen

জানা গিয়েছে, শনিবার ফ্রান্সের এক বেসরকারি হাসপাতালে অকালমৃত্যু ঘটল বেলজিয়ামের বিখ্যাত হিরে ব্যবসায়ী ইহুদ আরইয়ে লানিয়াদো (৬৫)। পেনিসের দৈর্ঘ্য বাড়ানোর জন্য তিনি অস্ত্রোপচারে রাজি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু অস্ত্রোপচারের মাঝেই তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। 

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে লানিয়াদোর সংস্থা ওমেগা ডায়মন্ডস-এর তরফে জানানো হয়েছে তাঁর প্রয়াণের কথা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ব্যবসায়ীর এক বন্ধু জানিয়েছেন, বরাবরই নিজের চেহারা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন লানিয়াদো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন