কেরলে সোনা পাচারকাণ্ডে স্বপ্না সুরেশ গ্রেফতার।

অবশেষে কেরলের সোনা পাচারের ঘটনায় অভিযুক্ত স্বপ্না সুরেশকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। রবিবার স্বপ্নার সঙ্গেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে এই মামলার অপর অভিযুক্ত সন্দীপ নায়ারকে। এনআইএ-র একটি সূত্র জানাচ্ছে, আগামী বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, গত ৪ জুলাই তিরুঅনন্তপুরম বিমানবন্দরে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩০ কিলোগ্রাম সোনা আটক করে শুল্ক দফতর। সংযুক্ত আরব আমিরশাহি থেকে তিরুঅনন্তপুরমে ওই সোনা এসেছিল। ঘটনায় জড়িত সন্দেহে তিরুঅনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসের প্রাক্তন জনসংযোগ আধিকারিক সরিথ কুমারকে গ্রেফতার করে শুল্ক দফতর। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
কূটনৈতিক যোগাযোগ ব্যবহার করে এই সোনা চোরাচালানে নাম জড়ায় তিরুঅনন্তপুরমে আরব আমিরশাহি দূতাবাসেই লিয়াজোঁ অফিসার পদে থাকা স্বপ্নার। তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তথ্যপ্রযুক্তি প্রচার সংক্রান্ত বিষয়ও সামলাতেন। কেরল তথ্য-প্রযুক্তি দফতরের সঙ্গে যুক্ত একটি সরকার নিয়ন্ত্রিত সংস্থার মার্কেটিং অফিসারের দায়িত্বেও ছিলেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী বিজয়ন চাপে পড়ে গত সপ্তাহে তাঁর দপ্তরের এক কর্তব্যরত আইএএস অফিসারকে অপসারণ করেন।
এই মামলার তদন্তভার বুধবার এনআইএ-কে দিয়েছিল কেন্দ্র। শুক্রবার স্বপ্না, তাঁর বন্ধু সন্দীপ এবং আরেক অভিযুক্ত, এর্নাকুলমের বাসিন্দা ফাজিল ফরিদের বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন