কোলাঘাট ঃমেচেদার রাজপথে করোনার সতর্কতার বর্নময় নির্দেশিকা তুলিরটানে সৃজনী ও কোলাঘাট থানার উদ্যোগে করা হলো।করোনা আতঙ্ক রয়েছে সর্বত্র।প্রশাসন থেকে বারংবার ঘরে থাকার নির্দেশিকা জারি করা হলেও একশ্রেনীর মানুষজন কোন তোয়াক্কাই দিচ্ছেননা।ফলে দোরগোড়ায় যে বিপদ উঁকি দিচ্ছে সে বিষয়ে কোন সন্দেহ নেই।তাই প্রশাসনোর সতর্ক বার্তা আরো জোরালো করার লক্ষে আরো একধাপ এগিয়ে এলো মেচেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনী এবং তারসাথে সহযোগীতায় কোলাঘাট থানা।মঙ্গলবার রাতে মেচেদায় তুলি ও রং নিয়ে সরকারী নির্দেশিকাগুলি রাস্তার ওপর তুলির রঙিনটানে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করলো।করোনা প্রতিরোধে একমাত্র ঔষধ বাড়িতে থেকে সময় কাটানো।আর সেই বার্তা তুলির টানে দেওয়ার চেষ্টা করা হয়।এছাড়া কাশি বা হাঁচি হলে কিভাবে নিয়ম মানা উচিত সাধারন মানুষকে,সেই বার্তাই দেওয়া হয় রাস্তার ওপর তুলির টানের মাধ্যমে।অবিনব এই উদ্যোগ যে প্রশংসার দাবী রাখে,সে বিষয়ে কোন সন্দেহ নেই।