পাকাপাকিভাবে ওয়ার্ক ফর্ম এর সিদ্ধান্ত নিতে পারে টুইটার ।

বিশ্বজুড়ে করোনা আবহে টুইটার, ফেসবুক, গুগল সহ একাধিক অফিস ওয়ার্ক ফর্ম এর সিদ্ধান্ত নিয়েছে। যা পরিস্থিতি তাতে আগামী সেপ্টেম্বর মাসের আগে কোন কিছুই ঠিক হওয়ার নয়। এমতাবস্থায় লকডাউন উঠলেও, অফিসগুলি চালু করা ঠিক হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই আবহেই টুইটার কর্তৃপক্ষ অভিনব সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনের পরেও কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়া হতে পারে। মঙ্গলবার টুইটারের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতিতে মনে হচ্ছে সেপ্টেম্বর মাসের আগে অফিস খোলা মুশকিল। তবে তার পরেও কর্মীদের পাকাপাকি বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে। সান ফ্রান্সিসকোর এই কোম্পানি জানিয়েছে, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে অফিস বন্ধ করার সিদ্ধান্ত যে প্রথম কয়েকটি বড় কোম্পানি নিয়েছিল তার মধ্যে ছিল টুইটার।কোম্পানির মুখপাত্র জানিয়েছেন, “আমরা সংক্রমণের পরিস্থিতিতে সবার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সময় অফিসে বেশি কর্মী এলে সংক্রমণ ছড়াতে পারে। তাই কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। কারণ, এখনকার টেকনোলজিতে উন্নত দুনিয়ায় যে কোনও জায়গায় বসে আপনি অফিসের কাজ করতে পারেন।” অন্যদিকে অফিস খোলা নিয়ে চিন্তায় ফেসবুক ও গুগল। এই বছর কম সংখ্যক কর্মীকে নিয়েই অফিস করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন