কাঁথিঃ লকডাউনের মাঝে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। আহত চার। শুক্রবার ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার রাস্তার ১১৬ বি জাতীয় সড়ক কাঁথি থানার ঘাটুয়ার কাছে । দীঘা থেকে এক থ্যালাসেমিয়া রুগিসহ তার বাবা ও মা এবং এক রক্ত দাতা সব মিলিয়ে পাঁচ জন একটি মারুতি গাড়ি ভাড়া করে কাঁথি মহকুমা হাসপাতালে আসার সময় ঘাটুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় । স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে উদ্ধারের কাজে নামে । স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় ঐ পাঁচ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় , হাসপাতালের কর্মরত চিকিত্সক থ্যালাসেমিয়া রুগি শ্রীনজন সেন (১৪) কে মৃত বলে ঘোষণা করেন । এবং গুরুতর আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । স্থানীয় বাসিন্দারা জানান , এদিন একটি মারুতি গাড়ি দীঘার দিক থেকে কাঁথির দিকে যাচ্ছিলো। রাস্তা খারাপ থাকায় নিয়ন্ত্রন হারিয়ে গড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।