নিজস্ব সংবাদদাতা: ভারতের সাথে সম্পর্ক খুব ভালো জায়গায় নেই পাকিস্তানের। ইমরান খান পাক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান মাঝেমধ্যেই আলোচনার টেবিলে বসলে তাতে খুব একটা লাভ হয় নি দুদেশের।তবে আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেচেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।আর তারপরেই শুক্রবার পেন্টাগন আমেরিকার কংগ্রেসে বিজ্ঞপ্তি দিয়ে জানাল, পাকিস্তানকে ১২ কোটি ৫০ লক্ষ ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। ওই যন্ত্রগুলির সাহায্যে পাকিস্তানের সেনা এফ-১৬ যুদ্ধবিমানগুলির ওপরে সারাক্ষণ নজর রাখতে পারবে। প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারিতে ট্রাম্প নির্দেশ দেন, পাকিস্তানকে নিরাপত্তার ক্ষেত্রে কোনও সাহায্য করা চলবে না। সেই নির্দেশ এখনও বহাল আছে। কিন্তু এখন তাদের যে সরঞ্জামগুলি বিক্রি করা হচ্ছে, তাতে এফ-১৬ বিমানগুলির রক্ষণাবেক্ষণে সাহায্য হবে।পাকিস্তান এফ-১৬ বিমানগুলি ভারতের বিরুদ্ধে ব্যবহার করে। এর আগে গত ফেব্রুয়ারিতে বালাকোটে বিমান হানার পরে এফ-১৬ বিমানগুলি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল।তখন পাল্টা পাকিস্তানের এফ-১৬কে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় জওয়ানরা। তবে পাকিস্তানের হাতে থাকা এফ-১৬ যুদ্ধবিমানকে নজর রাখতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল আমেরিকা।